সকল মেনু

সুপ্রিম কোর্টে হামলার প্রতিবাদে বাগেরহাটে আইনজীবীদের কর্মবিরতি পালন, পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি :
সুপ্রিম কোর্টে হামলার প্রতিবাদে বাগেরহাটের আইনজীবীরা কর্মবিরতি পালন এবং আদালত প্রাঙ্গনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল থেকে এসকল কর্মসূচী পালিত হয়। এদিন দুপুরে আইনজীবীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে তারা আদালতের প্রধান ফটকে সমাবেশ করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাওলাদার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি ও কেন্দ্রিয় বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী চাকলাদার আকরাম হোসেন, আসাদুজ্জামান, আব্দুল ওয়াদুদ মুক্তা, এনায়েত হোসেন, এসকেন্দার হোসেন প্রমূখ। এ সময়ে আইনজীবী নেতৃবৃন্দ সুপ্রিম কোর্টে হামলা ও আইনজীবীদের মারপিটের ঘটনায় জড়িতদের অবিলম্বে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এদিকে বাগেরহাট ১৮ দলীয় জোট কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শহরে এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে  শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  পুরাতন বাজার মোড়ে প্রতিবাদ সভা করে। সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ওলিউজ্জামান মোজা, এ্যাডঃ আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজন, আবুল কালাম আজাদ বুলু, শেখ ইদ্রিস আলী, সেলিম ভুইয়া, লেন্টু সিকদার, জাকির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top