সকল মেনু

সৈয়দপুর সেনানিবাসে ৭৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

মো. আমিররুজ্জামান, নীলফামারী ৩০ ডিসেম্বর :
ইএমই সেন্টার এন্ড স্কুল সৈয়দপুর সেনানিবাসে ৭৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াহ ও শপথ গ্রহণ প্যারেড আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়। উক্ত কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন পিএসসি, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুরের মেজর জেনারেল মো. সালাহ্ উদ্দিন মিয়াজী। তিনি ইএমই কোরের অকুতোভয় যে সকল সদস্য ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আহ্বানে ও দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং নবীন সৈনিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত কাজে আত্মনিয়োগ করার জন্য উপদেশ দেন। উক্ত অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত থেকে কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড উপভোগ করেন। ৭৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মোট ৮৯ জন রিক্রুট শপথ গ্রহন করান মেজর মামুনুর রহমান। সববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন রিক্রুট নং-২২৬৬৬ রিক্রুট (টিসিভি) সুজন চন্দ্র বর্মন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top