সকল মেনু

সুপ্রিম কোর্টের সামনে পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩০ নভেম্বর : সুপ্রিম কোর্টের সামনে সরকার সমর্থকদের সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আজ সোমবার পৌনে ১২টার দিকে দুপক্ষের মধ্যে এ বিবাদ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মৎস ভবনের সামনে থেকে আসা বাংলাদেশ মহিলী আওয়ামী লীগের মিছিল থেকে সুপ্রিম কোর্টের ভিতরে জামায়াত-বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলে জুতা নিক্ষেপ করে।

এসময় আইনজীবী ফোরামের নেতারাও সরকার সমর্থকদের দিকে ইটপাটকেল ছোঁড়েন। ঠিক একই সময় পল্টন ও প্রেসক্লাব এলাকা থেকে আসা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ও ছাত্র লীগের কর্মীরা আইনজীবী ফোরামের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এরপর শুরু হয় দুই পক্ষে মধ্যে সংঘর্ষ। প্রায় ৪০ মিনিট টানা সংঘর্ষের পর দুপুর ১২টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের মুল ফটকের সামনে এখন সমাবেশ করছে সরকার সমর্থকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top