সকল মেনু

ভোলায় পাশের হার ৯৬ দশমিক ৮০ শতাংশ : বরিশাল বিভাগে সেরা দশে ৩ স্কুল

এম. শরীফ হোসাইন, ভোলা: ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ভোলায় পাশের হার ৯৬ দশমিক ৮০ শতাংশ। এ বছর ভোলায় মোট পরীক্ষার্থী ছিল ১২ হাজার ২শ’ ৬৩ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৬ হাজার ৩শ’ ৯৬ এবং মেয়ে পরীক্ষার্থী ৫ হাজার ৮শ’ ৬৭ জন। ২৯ ডিসেম্বর রোববার প্রকাশ হওয়া ফলাফলে মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৮শ’ ৭১ জন। এদের মধ্যে ছেলে ৬ হাজার ১শ’ ৮২ জন ও মেয়ে ৫ হাজার ৬শ’ ৮৯ জন।
বরিশাল শিক্ষাবোর্ড সুত্র জানায়, ভোলা থেকে এ বছর ১ হাজার ৭৫ জন জিপিএ ৫ পেয়েছে। যাদের মধ্যে ছেলে ৬শ’ ৬৭ জন ও মেয়ে ৭শ’ ৮ জন। বরিশাল শিক্ষাবোর্ডে সেরা ১০-এ স্থান পেয়েছে ভোলার ৩টি স্কুল। স্কুলগুলোর মধ্যে বরিশাল বোর্ডে তৃতীয় স্থানে রয়েছে লালমোহন হামীম একাডেমী, অষ্টম স্থানে রয়েছে ভোলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এ ৯ম স্থানে রয়েছে লালমোহন ধলীগৌর নগর উচ্চ বিদ্যালয়। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বরিশাল বিভাগে পাসের হারে ভোলা জেলা তৃতীয় স্থানে রয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মোঃ আলমগীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top