সকল মেনু

মহাশূন্যে টেলিযোগাযোগ উপগ্রহ পাঠাবে ইরান

নিউজ ডেস্ক : ২০১৮ সালের মধ্যে মহাশূন্যে টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠাবে ইরান।
বৃহস্পতিবার দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র আইএসআরসির প্রধান হাসান কারিমি আজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে ইরান দেশে তৈরি টেলিযোগাযোগ উপগ্রহ মহাশূন্যে পাঠানোর লক্ষ্যে কাজ করছে।
ইরান এ পর্যন্ত মহাকাশে ছয়টি উপগ্রহ পাঠিয়েছে। তবে সেগুলোর কোনটিই টেলিযোগাযোগ উপগ্রহ নয়। আগের স্যাটেলাইটগুলো মহাশূন্যে মানুষ পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে।
২০০৯ সালে ইরান প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি উম্মিদ বা আশা উপগ্রহ মহাকাশে পাঠায়। ওই উপগ্রহটি প্রতি ২৪ ঘণ্টায় ১৫ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং ভূ-পৃষ্ঠে স্থাপিত কেন্দ্রে তথ্য-উপাত্ত পাঠায়। এরপর ইরান ২০১১ সালের মার্চে মহাকাশে জীবন্ত প্রাণী পাঠাতে সক্ষম হয়।

সূত্র : আইআরআইবি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top