সকল মেনু

পুলিশ হত্যার অভিযোগে ফখরুলসহ ১৮ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

 ঢাকা : বাংলামটরে পেট্রোলবোমায় ট্রাফিক পুলিশ সদস্য নিহতের ঘটনায় বুধবার দুপুরে রমনা থানায় মামলা করেছে পুলিশ। মামলা নম্বর ৪২। তারিখ ২৫ ডিসেম্বর ২০১৩।

এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। জানা গেছে, মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বাংলামটর মোড়ে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে ট্রাফিক পুলিশ সদস্য মো. ফেরদৌস নিহত হন। এতে বাসচালকসহ আরো এক পুলিশ সদস্য দগ্ধ হন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top