সকল মেনু

কুড়িগ্রামে বিশেষ শিশুদের জন্য অনন্য উদ্যোগ

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বয়স্কদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৪০ জন প্রতিবন্ধী শিশু এবং ১৪ জন প্রতিবন্ধী ভিক্ষুকসহ ৫৪ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজে অবহেলিত এসব শিশু ও বয়স্করা তাদের পছন্দমতো চাদর পেয়ে নির্মল হাসিতে কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজকদের। সোমবার সকালে গণ সাক্ষরতা অভিযানের উপ-কার্যক্রম ব্যবস্থাপক রেহেনা বেগম ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি সংস্থা সলিডারিটির মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, মহিলা পরিষদের সহ-সভাপতি রওশন আরা চৌধুরী, সলিডারিটি’র নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল, আলেয়া বেগম, বদরুন্নেছা বীথি, সিসিলিয়া ঢাকী প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top