সকল মেনু

চলে গেলেন খালেদ খান

নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  দীর্ঘদিন মোটর নিউরন ও হৃদরোগে ভুগে চলে গেলেন অভিনয়শিল্পী ও নির্দেশক খালেদ খান। তার ভাগ্নি রুনা খান হটনিউজ টোয়েন্টিফোরবিডি ডটকমকে জানান, এই অভিনেতা কয়েক দিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার রাতে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। বারডেমের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক জানান, রাত ৮টা ১৮ মিনিটে লাইফ সাপোর্ট খুলে নিয়ে খালেদ খানকে মৃত ঘোষণা করা হয়। আশির দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন খালেদ খান।তিনি হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ ও ইমদাদুল হক মিলনের ‘রূপনগর’ নাটকে অভিনয় করেন।
নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে তিনি মঞ্চে ৩০টির বেশি নাটকে অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন ১০টির বেশি নাটক।অসুস্থ হওয়ার আগে তিনি নাগরিক নাট্যাঙ্গনের ‘রক্ত করবী’ নাটকের বিশু পাগল চরিত্রে অভিনয় করেন। সুবচন নাট্য সংসদের ‘রূপবতী’ নাটকেরও নিদের্শনা দেন।
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক তার স্ত্রী। কণ্ঠশিল্পী ফারহিন খান জয়িতা তাদের সন্তান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top