সকল মেনু

ছিটমহলে বিজয় দিবস পালন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় বিভিন্ন ছিটমহলে মহান বিজয় দবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলার ১২ টি ভারতীয় ছিটমহলের অধিবাসীরা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ, বিজয় র‌্যালী ও আলোচনা
সভার আয়োজন করে। পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় ছিটমহলের অধিবাসীরা জানান, বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে সোমবার সকালে বোদা উপজেলার ভারতীয় ৫৯ নং পুটিমারী ছিটমহলের অধিবাসীরা মহান বিজয় দিবস পালন করে। তারা ছিটমহলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিজয় র‌্যালী বের করে। এতে ছিটমহলের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সি কয়েকশ অধিবাসী অংশ নেয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিজয় র‌্যালী পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহামান, পুটিমারি ছিটমহলের চেয়ারম্যান মো. তছলিম উদ্দিন, বাংলাদেশে-ভারত ছিটমহল বিনিময় সমল্বয় কমিটির নেতা আবু জাকের প্রমূখ বক্তৃতা করেন। বাংলাদেশ এবং ভারত সরকারের প্রতি আবারও নাগরিকত্বের দাবি জানিয়ে পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় ৭৮ নং গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান বলেন, জেলার অভ্যন্তরে ১২
টি ভারতীয় ছিটমহলে পুষ্পমাল্য অর্পণ, বিজয় র‌্যালী এবং আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top