সকল মেনু

পাকিস্তান পার্লামেন্টের উদ্বেগ কাদের মোল্লার ফাঁসিতে

 ডেস্ক রিপোর্ট,ঢাকা, ১৭ ডিসেম্বর: বাংলাদেশের জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান পার্লামেন্ট। এ ঘটনায় গতকাল সোমবার একটি প্রস্তাবও পাস হয়েছে পাকিস্তান পার্লামেন্টে। প্রস্তাবটি উত্থাপন করেন পাকিস্তানের জামাত-ই-ইসলামীর নেতা শের আকবর খান।

এতে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন করায় বাংলাদেশে জামায়াতে ইসলামীর একজন প্রবীণ নেতাকে ফাঁসি দেয়া হয়েছে। এ ঘটনায় পার্লামেন্ট গভীরভাবে উদ্বিগ্ন। পরে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের মামলাগুলো সদয়ভাবে বিবেচনারও দাবি জানায় পাকিস্তানের পার্লামেন্ট। এর আগে পার্লামেন্টে পয়েন্ট অব অর্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের অখন্ডতার পক্ষ নেয়ায় কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা বিচার বিভাগীয় হত্যাকান্ড বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top