সকল মেনু

পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বানর মধ্যে দিয়ে বিজয় দিবসের সূচনা করে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তপ্তে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামছুল আজাদ, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, পঞ্চগড় প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পঞ্চগড় জেলা প্রশাসন দিবসটি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে দিন ব্যাপী খেলাধুলা ও অনুষ্ঠান মালার আয়োজন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top