সকল মেনু

সারা দেশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৪ ডিসেম্বর: রাজধানীসহ সারা দেশে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যার পর থেকে বিজিবির ২০ প্লাটুন সদস্য রাজধানীতে টহল শুরু করেছে। দেশের জেলা ও বিভাগীয় শহরগুলিতেও বিজিবি টহল দিচ্ছে।বিজিবি সূত্র জানায়, রোববার সারা দেশে জামায়াত সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করায়  জনগণের জানমাল রক্ষা ও  নিরাপত্তাজনিত কারণেই বিজিবি মোতায়েন করা হয়েছে। মুলত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সন্ধ্যার পর রাজধানীসহ সারা দেশে বিজিবিকে মাঠে নামানো হয় । জানা গেছে, জেলা প্রশাসকরা আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ  পাঠিয়েছিল গত শুক্রবার ।   বিজিবি সূত্র আরও জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশংকায় সরকারের পক্ষ থেকে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে  বিজিবির শুধুমাত্র  শনিবার রাতেই দায়িত্ব পালনের কথা রয়েছে। তবে  প্রয়োজন হলে  পরবর্তী সময়েও দায়িত্ব পালন করবে তারা। বিজিবি ছাড়াও র্যাকব পুলিশের নিয়মিত টহল চলছে দেশের বিভিন্ন এলাকায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top