সকল মেনু

বগুড়ায় মহাসড়ক কেটে , রেল লাইনে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন; সর্বত্র আতংক

বগুড়া ব্যুরো অফিস ১৩-১২-২০১৩: জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর বগুড়ায় ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মহাসড়ক কেটে , গাছ ফেলে সড়ক ও রেল লাইনে গাছ ফেলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। স্থানীয় সুত্রগুলো জানায় ,ফাঁসি কার্যকরের আগেই বৃহস্পতিবার দুপুরের পর থেকেই বগুড়া- ঢাকা –-রংপুর , বগুড়া – নাটোর , বগুড়া নওগাঁ মহাসড়কের অনেক স্থানে গাছ ও বিদ্যুতের পোল ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। রাতে এ অবস্থা আরো চরম পর্যায়ে পৌছে। নন্দীগ্রাম ,শাজাহানপুর ,শেরপুর , মহাস্থান , মোকামতলা , চন্ডিহারা , এরুলিয়ায় মহাসড়কের পাশের গাছ কেটে রাস্তায় দিলে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়। গভীর রাতে মহাস্থানে বগুড়া – রংপুর মহাসড়ক কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। বগুড়া শহরের প্রথম ও দ্বিতীয় বাইপাস সড়কে গাছ কেটে ও গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। একইভাবে মোকামতলায় গাছকেটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। বগুড়া রেলওয়ে ষ্টেশনের পূর্বে সাবগ্রামে রেল লাইনের ৩ কিলোমিটার এলাকা জুড়ে গাছ কেটে ফেলে রাখার জন্য রেল লাইন বন্ধ হয়ে গেছে। এ ছাড়া সারারাতই শহরের বিভিন্নস্থানে থেমে থেমে ককটেল বিষ্ফোরন এর শব্দ শোনা গেছে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে যৌথবাহিনী ( বিজিবি , র‌্যাব ও পুলিশ ) শহরে ব্যাপক মহড়া শুরুর পর পুরো শহর জনশূন্য হয়ে ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। মানুষ আতংকে সন্ধার পরই বাসায় প্রবেশ করেন। আজ শুক্রবার সকালে শহর প্রায় জনশূন্য রয়েছে। মানুষ অজানা আতংকে বাইরে বের হচ্ছেনা। সেই সাথে দু’একটি রিকশা ছাড়া কোন ধরনের যানবাহন নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top