সকল মেনু

নেত্রকোনায় গণজাগরণ মঞ্চ, কাদের মোল্লার ফাঁসি

পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি:  একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশের রায় পূনর্বিবেচনার আবেদন আপিল বিভাগ খারিজ করে দেওয়ায় নেত্রকোনায় গণজাগরন মঞ্চের আনন্দ প্রকাশ। কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত করায় গতকাল বুধবার থেকে শাহবাগ গণজাগরন মঞ্চের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে নেত্রকোনার গণজাগরন মঞ্চের কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছে। উদীচী নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সংগীতা সরকার, সাংগঠনিক সম্পাদক নীহার সরকার অংকুর সহ বিভিন্ন  সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এই মঞ্চের সাথে সংহতি প্রকাশ করেন। নেত্রকোনা গণজাগরন মঞ্চের স্লোগান কন্যা ছোট্ট রোকসানার প্রতিবাদী কন্ঠের সাথে তাল মিলিয়ে অবস্থানকারীরা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করতে বিভিন্ন স্লোগান দেয়।  সর্বশেষ কাদের মোল্ল ার রায় পুর্নবিবেচনার আবেদন আপিল বিভাগ কর্তৃক বাতিল হওয়ায় এবং রায় বাস্তবায়নের কোন প্রকার আইনী বাধা না থাকায় সময়ক্ষেপন না করে রায় দ্রুত কার্যকর করার দাবী উঠে আসে নেত্রকোনা গণজাগরন মঞ্চ থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top