সকল মেনু

আইপ্যাড ৪কে ছাড়িয়ে আইপ্যাড এয়ার

 শানজানা জামান, ঢাকা, ১২ ডিসেম্বর:  টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি বাজারে এনেছে পঞ্চম প্রজন্মরে আইপ্যাড এয়ার। দ্রুতগতসিম্পন্ন ও হালকা এই গ্যাজটেটি এরই মধ্যে জনপ্রিয় আইপ্যাড ৪ কে পিছনে ফেলে র্শীষে অবস্থান করছে। মার্কেটিং টকেনোলজি কোম্পানি ফিকসু প্রদত্ত্ব এক প্রতিবেদন অনুযায়ী বাজারে ছাড়ার মাত্র ৩৫ দিনের মধ্যইে আইপ্যাড এয়ারের চাহদিা ৩.৩৫% যা চর্তুথ প্রজন্মরে আইপ্যাড ৪ এর ক্ষেত্রে ছিলো ১.৫১%। প্রতিবেদনটিতে আরো বলা হয়, এ বছররে র্সবশেষ চর্তুথাংশে অ্যাপল র্কতৃপক্ষ ২৩ মলিয়নের বেশি আইপ্যাড বাজারে  ছাড়ার ব্যাপারে আশাবাদী। যার মধ্যে প্রায় ১০.৫ মলিয়িন র্অথাৎ প্রায় ৪৫ ভাগেরও বেশি আইপ্যাড এয়ার থাকার সম্ভাবনা রয়েছে। ৯.৪৫ ইঞ্চরি আইপ্যাড এয়ারের পুরুত্ব ৭.৫ মিলিমিটার এবং ওজন মাত্র ৪৬৯ গ্রাম । এটি আইপ্যাড ৪ এর তুলনায়  প্রায় ২০ শতাংশ পাতলা।  ২৮ শতাংশ হালকা এবং এর গ্রাফিক্স র্কমক্ষমতাও ৪০ থেকে ৭০ শতাংশ ভালো। হালকা-পাতলা আর্কষণীয় গড়ন,  উচ্চগতিসপম্পন্ন  প্রসসের এবং রেটিনা ডিসপ্লে সংযোজতি গ্যাজটেটি সহজইে স্থান করে নিয়েছে র্বতমান সময়ের ১০ ইঞ্চি ক্যাটাগররি র্শীষ ট্যাবলেটগুলোর তালকিায়। ফলে প্রযুক্তপ্রিমেীদরে কাছে জনপ্রয়িতার দিক থেকেও এটি অন্যান্য ডিভাইসগুলোকে ছাড়িয়ে গেছে অল্প সময়েই। অ্যাপল র্কতৃপক্ষও আইপ্যাড এয়ারের প্রতি মানুষরে এমন সাড়ায় অভভিূত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top