সকল মেনু

বাউফলে সরকারি প্রাইমারী স্কুলের ১৫টি গাছ কেটে নিয়েছেন এক প্রভাবশালী

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ ডিসেম্বর :  বাউফলের পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাইমারী স্কুলের বিভিন্ন প্রজাতির গাছ স্থানীয় এক প্রভাবশালী কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার পর্যন্ত ১১টি চাম্বুল ও ৪ রেইন্ট্রি গাছ কাটা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, স্কুল মাঠের দক্ষিন পাশে একটি চাম্বুল গাছ কাটছেন দুই শ্রমিক। বাকি গাছগুলো কেটে মাঠের মধ্যে রাখা হয়েছে। ৭-৮ দিন আগ থেকে গাছগুলো কাটতে শুরু করেন বলে শ্রমিকরা জানান। তাঁরা আরও জানান, নুরাইনপুর কলেজের প্রভাষক কামরুল হাসান ওরফে তরু বিশ্বাস নামের এক ব্যক্তি গাছগুলো কেটে নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, ওই গাছ ১৫ দাম কমপক্ষে দুই লাখ টাকা।গাছ কাটার বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান এ রাজ্জাক বলেন, তরু বিশ্বাস এলাকার প্রভাবশালী হওয়ার ভয়ে বাধা দিতে সাসহ পাইনি। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে আজ শনিবার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’ সত্যতা নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। কামরুল হাসান ওরফে তরু বিশ্বাস বলেন, গাছগুলো আমার। তাই কেটে নিচ্ছি।’ বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top