সকল মেনু

মুন্সীগঞ্জে অবরোধ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ

 মুন্সীগঞ্জ থেকে মিতু ইসলাম:  জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনা, অবৈধ নির্বাচন, দেশব্যাপি নেতাকর্মীদের উপর হামলায় নিহত হওয়া ও গ্রেফতারের প্রতিবাদে সড়ক, নৌপথ ও রেলপথ অবরোধ কর্মসূচির ৫ম দিন বুধবার মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা। সকালে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে বিএনপি এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবের চরে অবস্থান নেন। এ সময় সেখানে ১০ টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। আধাঘন্টা অবস্থান নিয়ে বেলা ১২টায় অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। এর আগে অবরোধকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসব তথ্য দিয়ে ভবের চর পুলিশ ফাড়ির ইনচার্য সাইফুল ইসলাম জানান, মহসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যানবাহনের সংখ্যা কম। এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কসহ জেলার সব সড়কে লোকাল যানবাহন চলছে স্বাভাবিক ভাবে। তবে দুর পাল্লার যান চলচল করতে দেখা যাচ্ছে না। এদিকে মাওয়া ঘাটে ফেরি ও লঞ্চ চলছে স্বাভাবিক রয়েছে। তবে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top