সকল মেনু

টাঙ্গাইলে টায়ারে আগুন জ্বালিয়ে বঙ্গবন্ধুসেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসে সকালে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় তারা দু’টি ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ করে। সেখানে পুলিশ আসলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়াও করটিয়া সা’দত কলেজ শাখা ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসুচিতে ডিবি পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আহত হয়েছেন। আহত হওয়ায় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা এসময় ৮ থেকে ১০টি অটোরিক্সা ও সিএনজি ভাংচুর করে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরাম বাইপাস নামক স্থানে এ ঘটনা ঘটে। সা’দত কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিম জানান, তত্তাবধায়ক সরকারের দাবিতে রাস্তায় বসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে ডিবি পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ও পিকেটারদের ধাওয়ায় এ এলাকায় নসিমন উল্টে পৌর এলাকার সাবালিয়ার জুড়ান (৫২) নামের এক কাপড়ের ব্যবসায়ী ও পূর্ব আদালত পাড়ার নসিমন চালক সেলিম গুরুতর আহত হয়। বর্তমানে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে আশেকপুর বাইপাসে জেলা বিএনপির নেতৃত্বে মিছিল করে মহাসড়ক অবরোধ করা হয়। পরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহম্মেদ আযম খান ও সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ দলীয় নেতাকর্মীরা মহাসড়কে বসে অবস্থান নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top