সকল মেনু

বার্ন ইউনিটে দগ্ধ চিকিৎসাধীন আরো এক জনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৪ ডিসেম্বর:  রাজধানীর শাহবাগে বাসে  পেট্রোল বোমার আগুনে পুড়ে যাওয়া ওয়াহিদুর রহমান বাবু নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিন।

উল্লেখ্য, ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। ওই সময় পুড়ে যায় ওয়াহিদুর।

নিহত ওয়াহিদুর ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিও প্রধান ডা. শাহ আলম ভূঁইয়া হটনিউজ২৪বিডি.কমকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

ওয়াহিদুর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৃত ওজিউল্লাহর ছেলে। তিনি পুরান ঢাকার বংশালে থাকতেন। পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনার চারঘণ্টা পর অগ্নিদগ্ধদের একজন ও পরদিন শুক্রবার আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top