সকল মেনু

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে আনন্দ মুখর পরিবেশে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  আনন্দ মুখর পরিবেশে দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয় পাটি স্বতস্ত্র সহ ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামীলীগের ৪ জন, জাতীয় পার্টির ৫ জন, (জেপি মঞ্জু) ১ জন ও স্বতন্ত্র ৫ জন মনোনয়ন পত্র জেলা রির্টানিং অফিসার ও সহকারী
রির্টানিং অফিসারের নিকট দাখিল করেছেন। কুড়িগ্রাম-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আসলাম
সওদাগর, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই মাষ্টর। কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য মোঃ জাফর আলী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তাজুল ইসলাম চোধুরী ও স্বতন্ত্র প্রার্থী নুরুন্নবী সরকার। কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মতি শিউলী রায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ২জন সংসদ একেএম মাঈদুল ইসলাম ও গোলাম হাবীব দুলাল, স্বতন্ত্র প্রার্থী নাসিমা বানু ও খায়রুল হক এটি। কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য মোঃ জাকির হোসেন, জাতীয় পাটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইউনুছ আলী, (জেপি আনোয়ার হোসেন মঞ্জু) মনোনীত প্রার্থী রুহুল আমীন ও স্বতন্ত্র প্রার্থী হাজী আব্দুল মোতালেব মনোনয়ন পত্র দাখিল করেছেন।বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়ন পত্র জমা পড়েছে। গতকাল সকাল থেকে জেলা ও উপজেলা সদরে আনন্দ মুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ অফিস ও বাড়ী ও মসজিদে মিলাদ মাহফিলের মধ্যেদিয়ে মনোনয়ন পত্র জমাদেয়। তবে মনোনয়ন পত্র জমাদান কালে নির্বাচনী আচারন বিধী মেনে চিরাচরিত শো-ডাউন না করে প্রতি প্রার্থীর পক্ষে ২০-২৫ জন করে
একত্রিত হয়ে রির্টানিং অফিসে উপস্থিত হন। এ সময় প্রার্থীরা বলেন, বিএনপি সহিংসতার পথ ছেড়ে নির্বাচনে অংশ নিলে দশম জাতীয় সংসদ নির্বাচন আরো আনন্দ মুখর হত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top