সকল মেনু

কারওয়ান বাজারে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২ ডিসেম্বর :  রাজধানীর কারওয়ান বাজারে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।

১৮ দলের ডাকা অবরোধের তৃতীয় দিন আজ সোমবার সকাল সাতটার দিকে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে কারওয়ান বাজার এলাকায় অবরোধের সমর্থনে ৮-১০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। সিএ ভবনের সামনে আগে থেকেই পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। পুলিশের গাড়িটি লক্ষ্য করে মিছিল থেকে পরপর তিনটি ককটেল ছোঁড়া হয়। এরপর মিছিলকারীরা দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি। তবে পুলিশ কাউকে আটকও করতে পারেনি।

পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, পুলিশের গাড়ি লক্ষ্য করে অতর্কিতে ককটেল হামলা চালানো হয়েছে। কাউকে আটক করা যায়নি।

নেতা-কর্মীদের গ্রেপ্তার ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top