সকল মেনু

কুড়িগ্রামের বালিয়ামারী সীমান্ত হাট দিয়ে পাচার হচ্ছে শীতের গরম কাপড়

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  উত্তরাঞ্চলের ক’টি জেলায় যখন শীত ঠিক তখনি কুড়িগ্রামের রাজীবপুর- উপজেলার বালিয়ামারী সীমান্তের সীমান্ত হাট দিয়ে  অবাধে একদল চোরাকারবারী পাচার করছে শীতের পুরাতন কাপড় ।  স্থানীয় প্রশাসকনকে ফাকি দিয়ে প্রতি হাটে পাচার করছে লাখ লাখ টাকার পুরাতন শীতের কাপড় । পুরাতন কাপড়ের সাথে যাচ্ছে শীতের নতুন অনেক দামী জ্যাকেট । সীমান্তবর্তী এলাকাবাাসিরা জানিয়েছেন,এখানকার কয়েকজন অসাধু ব্যবসায়ী বিজিবি কোম্পানি কমান্ডারকে ম্যানেজ করে সরকারেরদেয়া তালিকা উপেক্ষা করে তা প্রতিনিয়ত পাচারে করছে । গত বুধবার সীমান্ত হাটে এসব চিত্র এলাকাবাসীদের অনেকেই পর্যবেক্ষণ করেছেন বলে জানান। তারা অভিযোগ করেন, অর্ধ শতাধিক শীতের কাপড়ের গাট এ সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার হয়। এদিকে শীতের পুরাতন কাপড় গুলো ভারতে পাচার হওয়ার কারনে স্থানীয় বাজারে তা পাওয়া যাচ্ছে না ফলে এখানকার দরিদ্র মানুষরা শীতবস্ত্র কিনতে পারছেননা। যদিও পাওয়া যায় তা আগের চেয়ে   দামও অনেক বেশী । ফলে গরীব মানুষের কেনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে ।এ ব্যাপারে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মনির উদ্দিন জানান,এ ঘটনা সঠিক নয়।  কুড়িগ্রাম-৪৫ বিজিবি কমান্ডার লে.কর্ণেল মোফাজ্জল হোসেন  জানান, বালিয়ামারী বিওপি কোম্পানি আমার আওতায় নয়। তবে  এটি ৩৫ বিজিবি ব্যাটালিয়ন জামালপুর এর আওতায় ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top