সকল মেনু

১৮ দলের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,খোয়া গেলো পুলিশ উপপরিদর্শকের রিভালভার

দিলীপ গৌর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের বিভিন্ন  স্থানে পুলিশ-১৮ দল সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পেট্রোল বোমা ও
ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় শহরের খেদন সর্দারের মোড়ে মশাল মিছিল থেকে পুলিশের উপর হামলা করে । এতে সেখানে দায়িত্ব পালন রত রেজাউল নামের পুলিশের এক উপ-পরিদর্শক দৌরাতে গিয়ে তার রিভারভা খোয়া যায় এবং সে আহত হয়। এছারা আহত হয়েছে অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও সর্টগানের গুলি নিক্ষেপকরেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শিসূত্রে জানা যায়, বুধবার সন্ধায় অবরোধ, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ১৮ দলের পক্ষ থেকে ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে থেকে পৃথক পৃথক মশাল মিছিল বের করে বিএনপি কর্মিরা। এ সময় পুলিশ মিছিলে বাধাঁ দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। পরিস্থিতিনিয়ন্ত্রনে আনতে পুলিশও টিয়ারশেল, রাবার বুলেট ও সর্টগানের গুলিছোড়ে। এতে পুলিশসহ অন্তত ১৫জন আহত হয়েছে। তবে আহতদের  নাম পরিচয় পাওয়া যায়নি।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ  সকল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top