সকল মেনু

বাজারের ৮২ শতাংশ নেবে স্মার্টফোন

 ডেস্ক রিপোর্ট:  চীনসহ উদীয়মান বিশ্বের চাহিদাকে ঘিরে ২০১৭ সাল নাগাদ বিশ্বের হ্যান্ডসেট বাজারের ৮২ শতাংশ দখলে নেবে স্মার্টফোন। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এনডিপির মতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাজারে ৫০ শতাংশের বেশি দখলে নিয়ে ফিচার ফোনকে অতিক্রম করেছে স্মার্টফোন।

প্রতিষ্ঠানটির মতে, মাত্র চার বছর পর ২০১৭ সাল নাগাদ মোবাইল ফোন বাজারের ৮২ শতাংশ থাকবে স্মার্টফোনের। এ সময় স্মার্টফোন বিক্রি ১.৮ বিলিয়নে পৌঁছাবে এবং ৩০ শতাংশ বিক্রি হবে চীনে। প্রতিষ্ঠানটি জানায়, ফিচার ফোন বিক্রি বার্ষিকহারে ১৬ শতাংশ করে কমছে।

এনপিডি ডিসপ্লে সার্চের বিশ্লেষক টিনা টেঙ্গ বলেন, স্মার্টফোনের চাহিদা তৈরি করছে উদীয়মান বাজার। অন্যদিকে টেলিকম কম্পানি এরিকসন জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে এসে বিশ্বে যে সংখ্যক মোবাইল ফোন বিক্রি হয়েছে, তার ৫৫ শতাংশ স্মার্টফোন।

সূত্র: ভেঞ্চারবিট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top