সকল মেনু

পেছাল এসএসসি পরীক্ষা

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৭ নভেম্বর: পিছিয়ে গেল এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। বিশ্ব ইজতেমার কারণে এ বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে। ১৬ মার্চ সংগীত বিষয়ের ও ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top