সকল মেনু

বিরোধী দল ছাড়া নির্বাচন গণতন্ত্রের জন্য বিপর্যয় : বিশিষ্ট নাগরিক

জেষ্ঠ প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা, ২৬ নভেম্বর  :  দেশের সংকটময় পরিস্থিতিতে সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম চেয়ারম্যান ড. কামাল হোসেনের নেতৃত্বে সুশীল সমাজের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেটের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধি দলে ছিলেন- ড. আকবর আলি খান, ড. জামিলুর রেজা চৌধুরী, ড. শাহদীন মালিক, এডভোকেট সুলতানা কামাল ও বদিউল আলম মজুমদার। রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বঙ্গভবনের গেইটে অপেক্ষমান সাংবাদিকদের জানান- আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের ও জাতির উদ্বেগ ও উৎকন্ঠার কথা তুলে ধরেছি। দেশে বর্তমানে যে অবস্থা ও সংকট চলছে তা জাতির জন্য অশনি সংকেত। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই। রাষ্ট্রপতি কি ধরনের ভূমিকা নিতে পারেন, এমন প্রশ্নের জবাবে ড. খান বলেন- রাষ্ট্রপতি দেশের অভিভাবক। এ সংকট সমাধানে আমরা তাঁকে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছি। সমাধানের কোনো প্রস্তাব দেয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন- সুনির্দিষ্ট কোনো পরামর্শ আমরা দেইনি। আমরা শুধু বলেছি- বিরোধী দল ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র বিপর্যয়ের দিকে যাবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আকবর আলি খান বলেন, আমরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছি। আমাদের যাওয়ার জায়গা নেই। তাই রাষ্ট্রপতির কাছেই এসেছি। রাষ্ট্রপতি একটি উদ্যোগ নিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এ প্রসঙ্গে ড. আকবর আলি খান বলেন- রাজনৈতিকভাবে তাঁরা একে অপরের প্রতিপক্ষ। সেখানে সাক্ষাৎ করে কোনো লাভ হবে না। এ প্রসঙ্গে এডভোকেট সুলতানা কামাল বলেন, আমাদের বিশ্বাস রাষ্ট্রপতি একটি উদ্যোগ গ্রহণ করবেন।সন্ধ্যা সোয়া ৬টার দিকে একই গাড়িতে ড. কামাল হোসেন, সুলতানা কামাল ও ড. আকবর আলি খান বঙ্গভবনে প্রবেশ করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, আইনজীবী ড. শাহদীন মালিক ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার অন্য একটি গাড়িতে বঙ্গভবনে প্রবেশ করেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন সোমবার দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। একতরফা এই নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top