সকল মেনু

টাঙ্গাইলে বিএনপির মিছিলে পুলিশের হামলা গ্রেফতার ৬ ফাঁকা গুলি ১২ রাউন্ড ও আহত ৫০

 টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলে বিএনপি জামায়াতসহ ১৮ দলের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এ সময় জামায়াতে ইসলামী ও বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করাসহ পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি চালায়। পুলিশের হামলায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকসহ প্রায় ৫০জন নেতাকর্মী আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে জেলা বিএনপি, জামায়াতসহ ১৮ দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে টাঙ্গাইলক্লাব রোড অতিক্রমকালে টাঙ্গাইল মডেল থানা পুলিশের একটি দল সামনে থেকে মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা নেতাকর্মীদের ওপর এলোপাথারী লাঠিচার্জ করে। এ লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বিএনপির ৪ কর্মী ও জামায়াতে ইসলামীর ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ নেতাকর্মীকে ছত্রভঙ্গ রাখতে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ হামলায় বিএনপি, জামায়াতসহ ১৮ দলের প্রায় ৫০জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনার সংবাদ সংগ্রহের সময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এহসানুল হক খান শাহীন আহত হন ও পুলিশের গুলিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক তারিকুল ইসলাম ঝলকের ডান হাতের একটি আঙ্গুল পড়ে গেছে। এ মিছিলের আটককৃতরা হলেন, জেলা ছাত্রদলকর্মী হৃদয় আকন্দ, জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নেতা নিজামুল হক, ইদ্রিস আলী ও বিএনপিকর্মী হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক রাশেদ খান সোহাগ, ছাত্রদল নেতা প্রান্ত মিয়া। এ ঘটনার পরপরই জেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগ লাঠি মিছিল বের করে বিএনপি নেতৃবৃন্দের ব্যানার পোষ্টার ভাংচুর করে। পরিস্থিতি শান্ত রাখতে টাঙ্গাইল শহর জুড়ে ৪ প্লাটন পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top