সকল মেনু

২০১৪ সালে প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা, ২৩ নভেম্বর :  বৈদেশিক বিনিয়োগে উন্নয়নশীল দেশগুলো ৩৩ শতাংশের বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সামর্থ্য হয়েছে। তাই ২০১৪ সালে প্রবৃদ্ধি ৭ শতাংশে  উন্নীত হবে।জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক আঞ্চলিক সংস্থা unescap এর বার্ষিক প্রতিবেদন ‘এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০১৩’-তে এ তথ্য তুলে ধরা হয়েছে। তবে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বর্তমানে এশিয়া অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর পন্যেও রফতানি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে রয়েছে। শনিবার দুপুরে ডিসিসিআই অডিটোরিয়ামে বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট-বিএফটিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই যৌথভাবে এ রিপোর্ট প্রকাশ করে । এ প্রতিবেদনের মাধ্যমে প্রতিবছর এশিয়া অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক অগ্রগতি তুলে ধরা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top