সকল মেনু

ভোলায় ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্সে’র ভিত্তি প্রস্তর উদ্বোধন-ডাঃ এ আর খান

 ভোলা প্রতিনিধি :   ভোলা ডায়াবেটিক হাসপতাল কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।  শনিবার বেলা সাড়ে ১১ টায় এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ডাঃ এ. আর খান। রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন ঢাকার অর্থায়নে “খান বাহাদুর নুরুজ্জামান” এর নামে ভবনটি নির্মাণ করা হবে। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাডাস এর মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। ভোলা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আলহাজ্জ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দাউদ মিয়া, রশিদ মেমোরিয়ালের সদস্য সচিব আলী বখতিয়ার মাহমুদ মেহেদী, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুল মালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাকসুদুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব ফারুক মিয়া, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, এডভোকেট এ. কে এম শাহজাহান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ফারুকুর রহমান, এডভোকেট আশরাফ হোসেন লাবু, অধ্যক্ষ খালেদা খানম, সাংবাদিক আবদুল বারেক ও দাতাদের পক্ষ থেকে আলহাজ্জ্ব খোকন গোলদার।প্রধান অতিথি বাংলাদেশে ডায়াবেটিক সমিতির এর মহাসচিব সাইফ উদ্দিন বলেন, চিত্ত আর বিত্ত একত্রে বসবাস করতে পারেনা। তবে এটা যদি সমন্বয় ঘটানো যায় তবে সাফল্যের দ্বার প্রান্তে পৌছা যায়। আমি বিশ্বাস করি ভোলার মানুষের ভিতরে এ দুটির সমন্বয় ঘটবে এবং এখানে একটি পূর্ণাঙ্গ ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠিত হবে। দাতা হিসেবে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলেন, আপনারই পারবেন ভোলার মানুষকে সকল রোগের জননী ডায়াবেটিক থেকে রক্ষা করতে। দাতা হিসেবে রয়েছেন ভোলা জেলা পরিষদ, রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন, আলহাজ্জ্ব খোকন গোলদার এবং আমিরুল হক বাচ্চু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মো. ইউনুছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব জসিম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরাকারী ফজিলাতুন নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহল আমিন জাহাঙ্গীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top