সকল মেনু

চাঁদার দাবিতে দামুড়হুদার ইটখোলায় বোমা হামলা

 চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৩.১১.১৩):  ইটভাটা মালিকের কাছ থেকে চাঁদার দাবিতে দামুড়হুদার ধান্যঘড়া গ্রামের নদী ব্রিকসে বোমা হামলা করেছে একদল সন্ত্রাসী। শুক্রবার  দিনগত রাত ১১টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে, বোমার শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।  দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ফকির আজিজুর  রহমান জানান, দামুড়হুদার ধান্যঘড়া গ্রামের নদী ব্রিকসে শুক্রবার রাতে ৮-১০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী এসে ইটখোলার মালিকের খোঁজ করে। ওইসময় ওখানে ইটখোলার দুজন নৈশপ্রহরী ছিল। তাদের কাছে সাত দিনের মধ্যে দেড় লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানিয়ে ইটখোলা অফিসের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় সন্ত্রাসীরা। ঘটনার খবর পেয়ে রাতেই
পুলিশ এলাকা পরিদর্শন করেছে।তিনি আরো বলেন, ‘বিস্ফোরিত বোমাটি ছিল ‘সাউন্ড বোমা’ শব্দ ছাড়া ওই বোমা হামলায় কারো কোনো ক্ষতি হবে না। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top