সকল মেনু

মৌলভীবাজার ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৩ জন

এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার : দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসাবে নির্বাচনে অংশ নিতে মৌলভীবাজারে ৪টি আসনে ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আওয়ামীলীগ দলীয় সূত্রে জানা যায়, জেলার মধ্যে সবচেয়ে
বেশি মনোনয়ন ফরম কিনেছেন কুলাউড়া-কমলগঞ্জ(আংশিক) মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন প্রত্যাশীরা।এ আসনে দলের বিভিন্ন পদে থাকা নেতারা মনোনয়ন পেতে মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন ১৪ জন। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) এ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বড়লেখা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য সৈয়দ শাহাব উদ্দিন আহমদ। তিনি একমাত্র দলের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন । মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) এ আসনে মনোনয়ন ফরম
দিয়েছেন ১৪ জন দলীয় নেতা। তবে আলোচিত নেতা সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোঃ মনসুর আহমদ মনোনয়ন ক্রয় করেননি । যারা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন তাদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের বর্তমান এমপি সৈয়দা জেবুন্নেছা হক, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, গত সংসদ নির্বাচনে এ আসনে
দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এডভোকেট আতাউর রহমান শামীম, পুলিশের সাবেক এআইজি বজলুল করিম, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম রহিম, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা সাংবাদিক কামাল হাসান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাদ্দিক আহমদ মানিক, মৌলভীবাজার জর্জ কোর্টের সাবেক পিপি, আওয়ামীলীগ নেতা এড. আজাদুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম শফি, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরী সোহেল। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজারসদর-রাজনগর) এ আসনে ৫ জন। তারা হচ্ছেন
বর্তমান সংসদ সৈয়দ মহসীন আলী, সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক এমপি হুসনে আরা ওয়াহিদ, সাবেক ছাত্রলীগের সভাপতি বর্তমান চেম্বার অব কমার্স সভাপতি কামাল হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ রহিম শহীদ।মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)এ আসনে মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন দলীয় নেতা। তারা হলেন জেলা আ. লীগের সভাপতি ও চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম এ রহিম। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী জানান,আগামী ২৪ নভেম্বর বিকেল ৩টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। বৈঠকের পরই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top