সকল মেনু

মন্ত্রীদের দফতর বন্টন চূড়ান্ত

 হটনিউজ প্রতিবেদক,২১নভেম্বর,ঢাকা:  নির্বাচনকালীন মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়েছে বলে  একটি নির্ভরযোগ্য সূত্র হটনিউজকে  নিশ্চিত করেছে। সূত্র জানায়, তোফায়েল আহমেদ শিল্প ও ভূমি মন্ত্রণালয়, আমির হোসেন আমু গণপূর্ত মন্ত্রণালয়, রুহুল আমিন হাওলাদার বেসামরিক বিমান মন্ত্রণালয়, রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদ মন্ত্রণালয় ও রওশন এরশাদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে সালমা ইসলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মুজিবুল হক চুন্নু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।  এ প্রসঙ্গে রুহুল আমিন হাওলাদার  জানান, তিনি বেসামরিক বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ব্যারিস্টার আনিসুল ইসলাম  জানান, তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। নতুন মন্ত্রীরা গত ১৮ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে শপথ নেন।এদিকে নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ছোট পরিসরে মন্ত্রিসভার দফতর বণ্টন করে গেজেট প্রকাশ করা হবে।তিনি বলেন, ‘আজ সংসদ অধিবেশন শেষ হচ্ছে। ইতোমধ্যে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, দফতর বণ্টনও হয়ে গেছে, কাল গেজেট হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রীরা নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না। তারা শুধুমাত্র সরকারের রুটিন অনুসারে কাজ করবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top