সকল মেনু

সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২১ নভেম্বর :  ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান হটনিউজ২৪বিডি.কমকে বিয়য়টি নিশ্চিত করেছেন। জে. মাহবুব বলেন, ‘প্রতি বছরের মতো এবারো আমরা সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণপত্র পেয়েছি। আশা করছি, বিরোধী দলের নেতাসহ আমরা আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি।’  বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশের রাজনীতিক, বিচারপতি, কূটনীতিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারাও যোগ দেবেন। সেনানিবাসের বাড়ি হারানোর পর ২০১০ ও ২০১১ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে ২০১৩ সালে সেনাকুঞ্জে যান তিনি। ওই সময় সেনাকুঞ্জে উপস্থিত হলেও প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর মধ্যে কোনো কথা হয়নি। এর আগে দুই নেত্রীকে এক অনুষ্ঠানে সচরচার দেখা না গেলেও বরাবরই সেনাকুঞ্জের অনুষ্ঠানে এক হতেন এবং কুশল বিনিময় করতেন। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে সেনা, নৌ ও বিমান বাহিনী। স্বাধীনতার পর থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top