সকল মেনু

ছাত্রদল নেতা হাবিব-টুকু ফের রিমান্ডে

habib--124 আদালত প্রতিবেদক: রাজধানীর রমনা থানার পৃথক দুই মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক  হাবিবুর রশীদ হাবিবকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া মতিঝিল থানার একটি মামলায় ছাত্রদলের সাবেকসভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তারা আসমিদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রমনা ও শাহবাগ থানায় দায়ের করা পৃথক চার মামলায় হাবিবকে ৩৭ দিন ও পল্টন ও মতিঝিল থানার পৃথক চার মামলায় টুকুকে ৩৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে। এসময় আসমিদের আইনজীবী সানাউল্লহ মিয়া ও গোলাম মোস্তফা খান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম কেশব চন্দ্র রায় এবং এম এ সালাম রিমান্ডের এ আদেশ দেন। আসামি হাবিবের বিরুদ্ধে মামলায় অভিযোগ আনা হয়, তার নির্দেশে এজহার নামীয় আসামিরা পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসযোগ, জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। অপরদিকে টুকুর রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ মে হেফাজতের মহাসমাবেশে আসামি টুকুসহ অপর এজহার নামীয় আসামিরা মতিঝিল ও পল্টন এলাকায় পুলিশের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ, সরকারী কাজে বাধা দেয়। আসামিকে রিমান্ডে নিলে মামলার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। হাবিবকে ১৬ নভেম্বর আর  টুকুকে গত ২১ অক্টোবর গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর হাবিব ও টুকুকে একাধিক মামলায় রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top