সকল মেনু

ওয়ারফেজের মিজান গ্রেপ্তার

 বিনোদন প্রতিবেদক: ঢাকা, ১৮ নভেম্বর: জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের প্রধান ভোকাল মিজানুর রহমান মিজানকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে উত্তরা থানা পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রামের এক নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান হটনিউজ২৪বিডি.কমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মিজানকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্রগ্রামে পাঠানো হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ১৯৮৪ সালে ব্যান্ডদল ওয়ারফেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালে নিজের ব্যান্ডদল ‘ওয়ারফেজ’ নামে প্রথম অ্যালবাম বের হয়। এরপর ‘অবাক ভালবাসা’, ‘জীবনযন্ত্রনা’, ‘অসামাজিক’, ‘আলো’, ‘মহারাজ’, ‘পথচলা’ এবং সবশেষ ২০১২ সালে বের হয় ‘সত্য’ অ্যালবামটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top