সকল মেনু

জয়পুরহাটের আক্কেলপুরে গম বোঝাই ট্রাক উল্টে ১০ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ: যাত্রীদের দুর্ভোগ

 এসএস মিঠু , জয়পুরহাট থেকে :  সোমবার জেলার আক্কেলপুরে সরকারি গম বোঝাই  একটি ট্রাক উল্টে গিলে ওই সড়কে প্রায় ১০ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ওই  সড়কে চলাচলকারি পথচারি ও যানবাহনের যাত্রী সাধারনদের চরম দুর্ভোগ পোহাতে হয় । এলাকাবাসীরা জানান,ভোরে আক্কেলপুর উপজেলার জয়পুরহাটÑসান্তাহার সড়কের ‘হালির  মোড়’ নামক স্থানে গম বোঝাই একটি ট্রাক (নং বগুড়া-ট-১১-২০২৮ )নিয়ন্ত্রন হারিয়ে  উল্টে গেলে ওই ট্রাকে থাকা একটি সরকারি খাদ্য গুদামের সিলযুক্ত গমের ৩৪০বস্তা সড়কের  ওপর এলোপাতারি ছিটকে পড়ে।তাৎক্ষনিক অতো গুলো গমের বস্তা ও ট্রাকটি সরিয়ে নিতে   না  রায় ওই সড়কের উভয় পাড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন।ফলে ওই পথে জয়পুরহাটের  সাথে পার্শ্ববর্তী নওগাঁ জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। র্দুঘটনার কস্মিকতায়  ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় ওই মূহুর্তে ট্রাকের গমের মালিকানা নিয়ে প্রশ্ন  দেখা দেয়।প্রাথমিক ভাবে ট্রাকের গম গুলো চোরাই।যা গোপনে অন্যত্র পাচার করা হচ্ছিল  বলে ধারণা করা হয়েছিল।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও গমের মালিক না পেয়ে আক্কেলপুর উপজেলা   নির্বাহী অফিসার গোলাম মো. শাহ নেওয়াজের নিদের্শে ট্রাক ও গমের বস্তা জব্দ করে  এবং ওই সড়কের ওপর থেকে ওই ট্রাক ও গমের বস্তা গুলো সড়ানোর কাজ শুরু করে । ট্রাক ও গমের  বস্তা সড়ানোর পর বিকাল ৩টায় ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, পরে মালিক পক্ষ এসে বৈধ কাগজ পত্র দেখালে র্দুঘটনা  কবলিত ওই ট্রাক ও জব্দকৃত গম ছেড়ে দেয়া হয়। গম গুলো বগুড়ার সান্তাহার সরকারি খাদ্য  গুদাম থেকে জয়পুরহাট জেরার ওপর দিয়ে ট্রাক যোগে দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ভোরের স্বল্প আলোতে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাকটি ওই সড়কের ওপর উল্টে যাওয়ায়  এ অনাকাঙ্খিত র্দুঘটনাটি ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top