সকল মেনু

আশরাফের সাথে কথা বলেছেন ফখরুল

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৫ নভেম্বর:  চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে অবশেষে সফল হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রের দাবি, আজ শুক্রবার সৈয়দ আশরাফের সাথে ফোনে কথা বলেছেন মির্জা ফখরুল। তবে দু’জনের মধ্যে কী কথা হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে সদ্য প্রয়াত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সৈয়দা রাজিয়া ফয়েজের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘সরকার সংলাপ নিয়ে নাটক করছে। মুখে তারা সংলাপ নিয়ে নানা কথা বললেও বাস্তবিক অর্থে এ ব্যাপারে তারা আন্তরিক নয়। আমি বারবার চেষ্টা করেছি সরকারের সাথে কথা বলতে। কিন্তু তাদের কাছ থেকে আশানুরুপ সাড়া পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, তবুও আমি আশাবাদী খুব শীঘ্রই সরকার সংলাপের ব্যাপারে আন্তরিকতা দেখাবে। দেশ ও জনগণের স্বার্থে সমঝোতায় তাদেরকে আসতেই হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top