সকল মেনু

ক্ষতিগ্রস্ত ফিলিপাইনের পাশে বাংলাদেশ

xPic20131115043452.jpg.pagespeed.ic.6tKmYYEDso ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১৫ নভেম্বর:  সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ টাইফুন হাইয়ানে বিধ্বস্ত ফিলিপাইন। দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ঘোষণা দিয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়ার। বৃহস্পতিবার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে সরকারের এ ঘোষণার কথা বলা হয়েছে। বিবরণীতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে মানবিক বিবেচনায় সরকার এই সাহায্য ঘোষণা করছে। বন্ধুপ্রতীম ফিলিপাইনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী টাইফুন হাইয়ানের আঘাতে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এর আগে, ২০১১ সালে ভয়াবহ এক ঘূর্ণিঝড় আঘাত হানে। গত মাসে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। চলতি বছর ২৪তম টাইফুন হিসেবে দেশটিতে আঘাত হানল হাইয়ান। প্রতিবছর ফিলিপাইনে গড়ে ২০টি করে টাইফুন আঘাত হানে। ২০১১ সালে টাইফুন ওয়াশির আঘাতে কমপক্ষে ১ হাজার ২শ জন নিহত এবং ৩ লাখ মানুষ ঘরছাড়া হয়। ঝড়ে ১০ হাজারের বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়ে যায়। আর গত মাসের ভূমিকম্পে ২ শতাধিক লোক মারা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top