সকল মেনু

বাগেরহাটে সন্ত্রাসীদের কোপে দারোগার হাতের ৩ আঙ্গুল বিচ্ছিন্ন

 bagerhat_district_map_bangladesh-7_199বাগেরহাট প্রতিনিধি:  নিয়মিত মামলার আসামী ধরতে গিয়ে বাগেরহাট মডেল থানার এক এস আইয়ের হাতের আঙ্গুল কর্তন করে পালিয়েছে দুই আসামী। রবিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে পুলিশের উপর হামলার এই ঘটনা ঘটে। আহত পুলিশ অফিসার শেখ শহিদকে আশংকাজনক রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবির চৌধুরী জানান, বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. ফজলে এলাহি শিকদার নামের এক ব্যক্তি তার চিংড়ি ঘেরের ঘর ভাংচুর ও লুটপাতের অভিযোগে গত ৭ নভেম্বর একটি মামলা দায়ের করে। এই মামলার আসামীদের আটকের জন্য বাগেরহাট সদর মডেল থানার এসআই শেখ শহিদের নেতৃত্বে পুলিশ ওই এলাকা গেলে অহিদ শেখের নেতৃত্বে আসামী পক্ষ পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে আসামীরা ধারালো দা দিয়ে কুপিয়ে দারোগা শহিদের বাম হাতের ৩ টি আঙ্গুল ফেলে পালিয়ে যায়। এঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুইজনকে আটক করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top