সকল মেনু

প্রধানমন্ত্রী বাগেরহাটে আসছেন : তালিকায় ৩১টি প্রকল্প

images ভ্রাম্যমান প্রতিনিধি :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মংলা-রামপালসহ বাগেরহাটে আসছেন। প্রধানমন্ত্রীর একর্মসূচীর মধ্যে রয়েছে মংলায় সুধি সমাবেশে যোগদান, রামপালে শ্রীফলতলা ও বাগেরহাট সদরে আওয়ামী লীগ আযোজিত জনসভায় যোগদান। এছাড়া তিনি ১০টি প্রকল্পের উদ্বোধন ও ২১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরীত প্রধানমস্ত্রীর এ সফর সূচী নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা ও পুলিশ প্রশাসন। প্রধানমন্ত্রী সকালে মংলার জয়মনি ঘোল এসে ৫০ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন সাইলোর ভিত্তি প্রস্তর স্থাপন ও সেখানে সুধি সমাবেশে বক্তৃতা করবেন। এরপর তিনি দুপুরে রামপাল উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। সেখানে তিনি ১৫০ মেগাওয়াট খুলনা বিদ্যুৎ কেন্দ্রসহ ৩টি প্রকল্পের উদ্বোধন ও আবগ্রেডেশন অব খুলনা ১শ ৫০ মেগোয়াট পিকিং পাওয়ার প্লান্ট টু ২২৫ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টসহ ৯টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী বিকালে বাগেরহাট জেলা সদরে এসে খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। জনসভা স্থলে তিনি বলেশ্বর নদীর উপর নির্মিত মীর সাখাওয়াত আলী দারু সেতুসহ ৭টি প্রকল্পের উদ্বোধন ও সরকারি পিসি কলেজের একাডেমিক ভবন-কাম পরীক্ষা কেন্দ্রসহ ১১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর মংলায় মতবিনিময় সভা ও রামপাল ও বাগেরহাট সদরের দুটি জনসভা সফল করতে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তৃনমূল পর্যায়ে ব্যাপক গনসংযোগ শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top