সকল মেনু

প্রশ্নপত্র বিক্রির অভিযোগে এক যুবককে ৭ দিনের কারাদন্ড

adalotরিপন হোসেন, যশোর থেকে :  প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভূঁয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে যশোরে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত যুবকের নাম সোহেল রানা। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম জানান, সাজাপ্রাপ্ত সোহেল রানাকে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এম এম কলেজের কলা ভবনের সামনে থেকে একাধিক সেট সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভূঁয়া প্রশ্নপত্রসহ আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায় মাসুদ রানা সবুজ ও আনোয়ার হোসেন উজ্জ্বল নামে দুই যুবকের কাছ থেকে এ প্রশ্নপত্র সে কিনেছে। ৩০ হাজার টাকা চুক্তিতে অনেক পরীক্ষার্থীর কাছে এ প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে। যদিও উদ্ধারকৃত প্রশ্নপত্রের সাথে আসল প্রশ্নের মিল নেই। তবুও পরীক্ষার্থীদের সাথে প্রতারনা ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্নর চেষ্টা করার অভিযোগে সোহেল রানাকে সাজা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top