সকল মেনু

সোমবার মন্ত্রীদের একযোগে পদত্যাগ

xPm-0320131108033425.jpg.pagespeed.ic.H6quqLjrjn নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৮ নভেম্বর:  আগামী সোমবারেই একযোগে পদত্যাগ করতে যাচ্ছেন মন্ত্রিসভার সব সদস্য। ওইদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেবেন। কোন কোন মন্ত্রী অবশ্য ইতোমধ্যেই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে মন্ত্রিসভার সদস্যদের আগেই পদত্যাগপত্র জমা দে্ওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কেউ দিচ্ছেন আবার কেউ সোমবারেই দেবেন। অন্যদিকে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবারও দিব্যি দপ্তরে ছিলেন। রুটিন কাজ করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, `আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রী পদত্যাগপত্র জমা দেবেন।` এ পর্যন্ত প্রায় আটজন তাঁদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছেন বলে  বিভিন্ন সূত্রে জানা গেছে। তাঁরা হলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বনমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , ৫১ সদস্যের বর্তমান মন্ত্রিসভার মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া বাকিদের পদত্যাগ করতে হবে। সর্বদলীয় সরকার হলে বর্তমান মন্ত্রিসভার যেসব সদস্য সেখানে জায়গা পাবে, তাঁদেরও পদত্যাগপত্র জমা দিতে হবে। যাঁরা সর্বদলীয় সরকারে থাকবেন না তাঁদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবেন। যাঁদের প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারে রাখবেন, তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। তাঁদের আর নতুন করে শপথও নিতে হবে না। সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। আইনগতভাবে এটি সম্ভব কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ  বলেন, `সর্বদলীয় সরকার গঠনের আগে সবাইকে পদত্যাগপত্র জমা দিতে হবে।  দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, `সবারই পদত্যাগপত্র জমা দিতে হবে। কাকে রাখবেন আর কাদের বাদ দেবেন, এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। কারণ সাংবিধানিকভাবে তিনিই এ সরকারের প্রধান হবেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকটি সূত্র জানায়, সর্বদলীয় সরকার ১২ থেকে ১৫ সদস্যবিশিষ্ট করতে চাচ্ছে আওয়ামী লীগ। তবে বিরোধী দল সর্বদলীয় মন্ত্রিসভায় যোগ দিলে তা সর্বোচ্চ ১৮ সদস্যবিশিষ্ট করতে চায় দলটি। সব মিলিয়ে আগামী ২৪-২৬ নভেম্বর নাগাদ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পাশাপাশি সর্বদলীয় মন্ত্রিসভাও গঠন করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

সূত্র জানায়, গত ৪ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রীকে নিয়ে এ বিষয়ে আলোচনা করেছেন এবং এ কার্যক্রমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
এদিকে কলম্বোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৪ নভেম্বর রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন। তিনি দেশে ফিরেই সর্বদলীয় সরকারের নতুন মন্ত্রীদের শপথসহ আনুষ্ঠানিকতা শেষে করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top