সকল মেনু

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মাকসুদের বাসায় ককটেল নিক্ষেপ ;সাধারণ সম্পাদকের নিন্দা

Chadpur নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:   চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সংবাদ পত্রিকার চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার ও একুশে টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের বাসভবনে ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। চাঁদপুরে কর্মরত সব শ্রেণীর সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী প্রদত্ত এক বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের হামলা স্বাধীন মতপ্রকাশ ও সংবাদ মাধ্যমসমূহের স্বাধীনতার পরিপন্থী। এভাবে হামলা চালিয়ে , ভয়-ভীতি দেখিয়ে সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। তিনি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে চাঁদপুর শহরের তালতলায় অবস্থিত সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের বাসভবন লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় মাকসুদ ঘরেই ছিলেন। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপারকে অবহিত করা হলে ঘটনার প্রায় ৩০ মিনিট পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়। ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top