সকল মেনু

দুপুরে নওগাঁ যাচ্ছেন প্রধানমন্ত্রী

xHassina-018920131105092505.jpg.pagespeed.ic.nN1u3mOfej জেলা প্রতিবেদক, নওগাঁ, ৫ অক্টোবর:  দেশব্যাপী রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার বরেন্দ্র ভূমি হিসাবে পরিচিত নওগাঁর পোরশা উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর একটায় তার নওগাঁয় পৌঁছানোর কথা রয়েছে। বিকেলে পোরশা ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। ভাষণের আগে প্রায় ১’শ কোটি টাকা ব্যয়ে নওগাঁয় ২০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বাধীনতার ৪২ বছর পর এই প্রথম আওয়ামী লীগ সরকারের কোনো প্রধানমন্ত্রী এই এলাকায় আসছেন। প্রধানমন্ত্রীর সফরকে সফল করে তুলতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও দলের নেতাকর্মীদের দফায় দফায় আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পোরশা উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১শ’ কোটি টাকা ব্যয়ে জেলার ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৮৪ লাখ ৬২ হাজার টাকা ব্যায়ে নির্মিত পোরশা উপজেলা পরিষদের ডাকবাংলো, ৯৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে মুরশিদপুর ইউপি ভবন, ৪ কোটি ৮৫ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ৫০ শয্যার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৯৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার হাতিখোঁচা-কচুন্না খাড়ি পুনঃ খনন, ৯৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে মুরশিদপুর ইউনিয়নের হুন্দইল ঘাটে গার্ডার ব্রিজ, নিয়মতপুর উপজেলার ৫’শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার, শহিদ পিংকু উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন, নিয়ামতপুর-নিমদিঘি-আড্ডা বাজার সড়ক উন্নয়ন প্রকল্প, নওগাঁ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবন, ধামইরহাট উপজেলার আমইতাড়া-আগ্রাদ্বিগুন সড়কের আত্রাই নদীর ওপর প্রায় সাড়ে ৪শ’ মিটার গার্ডার ব্রিজ, নওগাঁ-চাঁপাই-বটতলি-গাবতলি সড়ক উন্নয়নসহ ৩টি গার্ডার ব্রিজ ও পাহাড়পুর সেতু হতে চৌমাশিয়া সড়ক সংস্করণ কাজের উদ্বোধন। এ ছাড়া প্রধানমন্ত্রী নওগাঁ ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিত করণ, নিয়ামতপুর থানা ভবন, বটতলি জিসি, চৌবাড়ীয়া জিসি সড়ক উন্নয়ন, নোসনাহার কেএ্যান্ডএইচ সোমনগর-ঘাটনর সড়ক উন্নয়ন, পোরশার শিবপুর জিসি সড়ক উন্নয়ন, পোরশার তেতুলিয়া নিতপুর ফাজিল মাদ্রাসা ও মোল্লাপাড়া ফাজিল মাদ্রাসার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top