সকল মেনু

স্কুল পযার্য়ে কুমিল্লা জেলার শ্রেষ্ঠবক্তা চৌদ্দগ্রামের নিলা

nila .. photo     এস,এন ইউসুফ,ঢাকা:  “যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি”এই শ্লোগানকে ধারণ করে ব্রাক শিক্ষা কর্মসূচির আওতায় মাধ্যমিক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ২০১৩-এ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর প্রসন্ন একাডেমীর ৯ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান নিলা। ৩০ অক্টোবর জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গার্লস হাইস্কুলে জেলার ৬টি স্কুলের মধ্যে দিনব্যাপী বির্তক প্রতিযোগিতায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর প্রসন্ন একাডেমী প্রথমস্থান অধিকার করে। ৯ম শ্রেণীর মেধাবী ছাত্রী নুসরাত জাহান নিলা সকল প্রতিযোগীকে পিছনে পেলে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন। নিলা ২০১১ সালে কুমিল্লা জেলা পর্যায়ে ৩য় এবং ২০১২ সালে ২য় স্থান অধিকার করেন। নুসরাত জাহান নিলা সদর দক্ষিন উপজেলার ছোট শরীফপুর কলেজের অধ্যাপক মোঃ ইদ্রীস এর ২য় কন্যা। তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেওঁরিয়া গ্রামে। এবার সে বিভাগীয় বির্তক প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। তার এই সফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সে সকলে নিকট দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top