সকল মেনু

জমি নিয়ে বিরোধের জের; দুপক্ষের সংঘর্ষে আহত ১০ জন

Jamalpur Pic -----1জামালপুর প্রতিনিধি:  জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে জামালপুরের মাদারগঞ্জে অন্তত ১০ জন আহত হয়েছে। বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কুড়ইচড়া ইউনিয়নের বাগলের গড় গ্রামে জমি নিয়ে পূর্ব শত্র“তার জের ধরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে করে গুরুতর আহত অবস্থায় আম্বিয়া খাতুন ও আবলু মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়,মাদারগঞ্জের কুড়ইচড়া ইউনিয়নের বাগলের গড় গ্রামের মোঃ আলাল উদ্দিন মাষ্টারের সাথে সিরাজুল ইসলাম এর দীর্ঘদিন থেকে বাগলের গড় মৌজায় ১০ পাখি জমি নিয়ে বিরোধ চলে আসছিল । ঘটনার দিন সোমবার বিকালে সিরাজুল ইসলাম,মোঃ সেলিম,মোঃ শিপন,সুরুজ্জামান,মোফাজ্জল হোসেন,আব্দুৃর রশিদেরর নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলাল মাষ্টারের বাড়িতে হামলা করে । এ সময় বাড়িতে থাকা আব্দুল মোতালেব এর স্ত্রী আম্বিয়া খাতুন ও ছেলে আবলু মিয়াকে বেধড়ক মারপিট করে মাথায় ও শরীরে দা দিয়ে কোপ দেয়। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । এ সময় হামলায় আলাল উদ্দিন,মোঃ মোতালেব,ইলিয়াস,আলফাজ,আশেক মিয়া সহ আরো কয়েকজন আহত হয়। উল্লেখ্য যে,আলাল উদ্দিনের সাথে সিরাজুল ইসলামের দীর্ঘদিন থেকে ১০৭ ও ১৭ ধারায় জামালপুর জজ আদালতে মামলা রয়েছে । এছাড়াও আলাল উদ্দিন মাদারগঞ্জ থানায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরি করেছিল যার নং ৮৪৫ । মাদারগঞ্জে জমি নিয়ে এই হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে নিরীহ আলাল উদ্দিনের পরিবার ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top