সকল মেনু

বিস্ফোরণ-ভাংচুরে হরতাল চলছে

xHortal----20131104093519.jpg.pagespeed.ic.fHdmhYU1Lc নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৪ নভেম্বর:  দেশব্যাপী চলছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ডাকা ৬০ ঘণ্টার হরতাল শুরু হয়েছে সোমবার ভোর ৬টা থেকে। তিন দিনের হরতালের প্রথম দিন সকাল থেকেই রাজপথে বেপরোয়া হয়ে উঠেছে হরতাল সমর্থকরা। এদিন ভোর থেকেই  পিকেটাররা দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ, ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হরতালকারীদের নাশকতা সৃষ্টির খবর পাওয়া গেছে। জনমনে আতংক সৃষ্টি করতে পিকেটাররা বোমাবাজীর আশ্রয় নিলেও রাজপথে তার প্রভাব খুব বেশি একটা পড়েনি। এদিন ভোর থেকেই রাজধানীতে যাত্রীবাহী বাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কর্মব্যস্ত মানুষ হরতালের ভীতি উপেক্ষা করে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে। সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ, ককটেল-হাতবোমা বিস্ফোরণ এবং মিছিল-সমাবেশ করে হরতালের সমর্থনে রাজপথ গরম রেখেছে ১৮ দলের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে রাজপথে বেশি সক্রিয় দেখা যাচ্ছে জামায়াত-শিবির নেতাকর্মীদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করছে তারা। রাজধানীর তেজগাঁও, মহাখালী, খিলক্ষেত, বনশ্রী, টঙ্গী ও রামপুরায় হরতালের সমর্থনে মিছিল করেছে পিকেটাররা। যাত্রীবাড়িতে সকাল ৯টার দিকে ককটেল বিস্ফোরণ করে পিকেটাররা। এছাড়া মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, লক্ষ্মীপুর ও খুলনায় হরতালের সমর্থনে সকাল থেকেই খ- খ- মিছিল করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এদিকে হরতালে যে কোন সহিংসতা প্রতিরোধে রাজধানীতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ ভবন ও প্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে রোববার রাত থেকে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এই হরতাল চলবে ৬ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৩০ অক্টোবর জোটের শরিক দলগুলোর মহাসচির পর্যায়ের বৈঠকে এ হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যমের ব্যবহার করা পরিবহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হাজিদের বহনে ব্যবহার করা পরিবহন হরতালের আওতামুক্ত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top