সকল মেনু

কলকাতায় সাতদিন শচীন উৎসব

153ঢাকা : রাম্প তৈরি ওয়াংখেড়েতে শচীন টেন্ডুলকরের ১৯৯ তম টেস্ট ঘিরে কলকাতার পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠছে মুম্বইও৷ ঘরের মাঠে ঘরের ছেলে জীবনের শেষ টেস্ট খেলবেন৷ তাও আবার দুশোতম৷ আলাদা আবেগ এ টেস্ট ম্যাচ ঘিরে তৈরি হয়েছে এবং তাতে যোগ হয়েছে শচীন টেন্ডুলকরের মা রজনী টেন্ডুলকর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসবেন সোনার ছেলের শেষ টেস্ট দেখতে৷
এর আগে তিনি কোনো দিন মাঠে বসে সুযোগ্যপুত্রে কোনো খেলে দেখেননি৷ কিন্তু ছেলের শেষ টেস্টা আর বাড়িতে বসে দেখতে চাননি৷ ফলে দুশোতম টেস্ট দেখতে আসছেন রজনী টেন্ডুলকর৷ এখন আর হাঁটতে পারেন না৷ হুইল চেয়ারে করেই তিনি স্টেডিয়ামে আসবেন৷ তবে তার জন্য যে বিশেষ রাম্প তৈরি হওয়ার কথা ছিল, তা তৈরি হয়ে গিয়েছে৷ এখন রজনী টেন্ডুলকরের পা পড়ার অপো৷ মুম্বই ক্রিকেট এসোসিয়েশনের প থেকে জানানো হয়েছে, ‘শচীনের মা স্টেডিয়ামে আসায় আমরা সবাই গর্বিত৷ তিনি কিছুদিন আগেই জানিয়েছিলেন ছেলের শেষ টেস্ট ম্যাচে মাঠে থাকতে চান৷ আমরা সেই কারণেই এ বিশেষ র্যাম্প তৈরি করেছি৷ তিনি পাঁচদিন এখানে থাকবেন৷ তাকে যতরকম সুযোগসুবিধা দেয়া যায়, তার চেষ্টা করব৷ রাম্পটি আট ফুট লম্বা এবং চওড়ায় চার ফুট৷ হুইল চেয়ার অনায়াসেই নিয়ে যাওয়া আসা করতে পারবে৷
এদিকে শচীনের দুশোতম টেস্ট উপলে মুম্বই ক্রিকেট এসোসিয়েশন পোস্টাল স্ট্যাম্প তৈরি করেছে৷ যাতে রয়েছে শচীনের ছবি৷ এমসিএ তরফ থেকে জানানো হয়েছে, ম্যাচ শুরুর আগেই এ স্ট্যাম্পের উদ্বোধন করা হবেষ৷ তারপরই যুগ্মভাবে এমসিএ ও বিসিসিআই শচীনকে বিশেষ সংবর্ধনা দেবে৷ এছাড়াও বিশেষ একটি বইও প্রকাশ করছে এমসিএ৷ ৬৪ পাতার বইতে বিভিন্ন্ মাঠে শচীনের বিশেষ ইনিংসগুলির ছবি ও সংবাদ থাকছে৷ এছাড়াও বিভিন্ন্  ব্যক্তিত্বদের শচীনকে নিয়ে মন্তব্যও রাখা হচ্ছে বইটিতে৷ যা উদ্বোধন হবে ম্যাচের দিনই৷ এছাড়াও তাদের তরফ থেকে আরও বলা হয়েছে, যে পাঁচদিন খেলা হবে, বিভিন্নভাবে শচীন-উত্সব পালন করা হবে ওয়াংখেড়েতে৷ প্রতিদিই শচীনের মুখোসপড়া দশহাজার দর্শক উপস্হিত থাকবেন ওয়াংখেড়েতে৷ স্টেডিয়ামের প্রতিটি স্ট্যান্ডেও থাকবে শচীনের মুখ ও টুপি পড়া দর্শক৷ অপরদিকে শচীনের অবসরের আগের টেস্ট নিয়ে আনন্দনগরী নতুন করে আনন্দে মেতে উঠতে চলেছে৷
সিএবি সূত্রে জানা যায়, শচীন কলকাতায় পা রাখছেন তিন নভেম্বর এবং তিনি পা রাখা মাত্রই গোটা কলকাতা উৎসবের চেহারা নেবে৷ আধুনিক ডন কলকাতা ছাড়বেন ১০ নভেম্বর৷ এবং তাকে ঘিরে চলবে শচীন উৎসব৷ বিভিন্ন্ পরিকল্পনা রয়েছে সিএবির৷ তবে এখনও পর্যন্ত যে সমস্ত ব্যক্তিত্বদের কাছে এই টেস্ট ম্যাচ দেখার জন্য অনুরোধ করা হয়েছিল, তারা এখনও পর্যন্ত সম্মতি দেননি৷ ব্রায়ান লারা, স্যর গারফিল্ড গ্যারি সোবার্স বা ভিভিয়ান রিচার্ডস–প্রত্যেকের কাছেই সিএবির অনুরোধ গিয়েছিল৷ কিন্ত্ত কেউই চূড়ান্ত সম্মতি দেননি৷ যেমন রজনী তেণ্ডুলকরের কাছেও সিএবির তরফ থেকে বিশেষ অনুরোধ গিয়েছিল৷ কিন্তু বয়সজনিত সমস্যা এবং তার শারীরিক সমস্যার জন্য এতটা ধকল নিতে পারবেন না বলে অনুরোধ ফিরিয়ে দিয়েছেন৷ যেমন ফিরিয়ে দিয়েছেন রমাকান্ত আচরেকরও৷ সিএবি ভীষণভাবেই চেয়েছিল শচীনের গুরুকে মাঠে আনতে৷ কিন্তু আচরেকর কন্য কল্পনা জানিয়েছেন, তার বাবা আর ধকল নিতে পারবেন না৷ তা ছাড়া কল্পনা নিজেও অ্যাকাডেমি বন্ধ রেখে কলাকাতায় আসতে পারবেন না৷ তাই আচরেকরও ইডেনে আসছেন না৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top