সকল মেনু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, অর্ধশত গাড়ি ভাংচুর

জেলা প্রতিবেদক
গাজীপুর, ২ নভেম্বর: সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছে টঙ্গির একটি পোশাক কারখানার শ্রমিকরা।022

আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তারা অর্ধশত গাড়ি ভাংচুর করেছে।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শারমিন আক্তার (৩২) টঙ্গির টপস এন্ড বোটম পোশাক কারখানায় কাজ করেন। সকালে কারখানায় আসার পথে মিল গেট এলাকায় বিআরটিসির একটি গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত শারমিনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা পৌণে ১১টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

এদিক শারমিনের মৃত্যুর খবরে বিক্ষোভ শুরু করে টপস এন্ড বোটম কারখানার শ্রমিকরা। তারা ঢাকা-ময়সনসিংহ মহাসড়ক অবরোধ করে অর্ধশত গাড়ি ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

গাজীপুর শিল্প পুলিশের ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার  করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top