সকল মেনু

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করলো কমনওয়েলথ প্রতিনিধি দল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ নভেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমনওয়েলথের চার জন প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ এবং বিচার বিভাগের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিদ্যমান আইন, নির্বাচনে জুডিশিয়ারি কী কাজ করে, কী সমস্যা হয়, আইনের প্রয়োগ কীভাবে হয়, ইসির কী ক্ষমতা আছে, বিদেশ থেকে নির্বাচনি পর্যবেক্ষকরা কোন আইনে দেশে আসেন—এসব তথ্য জানতে চেয়েছেন তারা। আমি তাদের সেসব বিষয়ে অবহিত করেছি।

এছাড়া আরও নানা বিষয় নিয়েও তারা কথা বলেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় তার সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি শেখ মোহাম্মদ মোর্শেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top